Kaliakoir College Home
Committed to building
skilled, competent, and good citizens
in Bangladesh of future
Notice Board
SL NO. |
Topics |
Date |
Action |
|---|---|---|---|
| 1 | 2024 সালের অনার্স তৃতীয় বর্ষের ফরমপূরণ | 03, NOV Monday 25 | Download |
| 2 | অনার্স প্রথম বর্ষের 2য় রিলিজ স্লিপের ভর্তি নোটিশ | 23, OCT Thursday 25 | Download |
| 3 | জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি নোটিশ ( সংশোধিত) | 13, AUG Wednesday 25 | Download |
| 4 | ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা-2023 এর ফরমপূরণ | 04, AUG Monday 25 | Download |
| 5 | ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা-2023 এর ইনকোর্স ও নির্বাচনী পরীক্ষার রুটিন | 04, AUG Monday 25 | Download |
Upcoming Events
Some Facts
- 100% Tuition-free study facility for female students at the higher secondary level
- At the undergraduate level, there are 4 years honors admission facilities in 13 subjects, Degree (pass), Degree (private) and CC courses available here.
- Science Club, Debate Club, BNCC, Scouts and many other co-curricular activities are enhancing the innovative skills of our students, enabling them to face future challenges.
- There are opportunities for postgraduate degrees in 10 subjects affiliated to the National University.
A Message from Our Principal:
Celebrating Success Stories
MD. LUTFOR RAHAMAN
Principal
আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়,
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকা শিক্ষা বোর্ড এর নিয়ম কানুনের আওতায়
প্রতিষ্ঠিত ও সুপরিচালিত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এটি শিক্ষা বিস্তারে প্রশংসনীয়
ভূমিকা পালন করে আসছে। জাতির সু্শিক্ষা, আর্থসামাজিক ও সাংস্কৃতিক বিকাশের
লক্ষ্যে ঐতিহ্যবাহি এ শিক্ষা প্রতিষ্ঠানটি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমান যুগ,
বিজ্ঞানের যুগ। একবিংশ শতাব্দীতে বিজ্ঞান ছাড়া মানব জীবন কল্পনা করা যায় না।
বিজ্ঞানের যে আবিষ্কার বিশ্বের এক প্রান্তের মানুষকে অপর প্রান্তের মানুষের অতি
নিকটে নিয়ে এসেছে তা হচ্ছে ইন্টারনেট। বর্তমান যুগ গ্লোবালাইজেশন এর যুগ যার
মধ্য দিয়ে সমগ্র পৃথিবী হাতের মুঠোয় চলে এসেছে। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের
ওয়েব সাইট–এ নিজের পরিচয় এবং কর্মকাণ্ড দিয়েছে। এক্ষেত্রে গাজীপুর জেলার
কালিয়াকৈর উপজেলায় অবস্থিত ঐতিয্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালিয়াকৈর কলেজ
কোন অংশে পিছিয়ে নেই। অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, অত্র
প্রতিষ্ঠান অনলাইন ভার্সনে যাত্রা শরু করেছে।
অত্র প্রতিষ্ঠানের কর্মক্রম ওয়েব সাইটে প্রকাশিত হচ্ছে।
আমাদের সকল কর্মকান্ড ওয়েব সাইটের মাধ্যমে প্রকাশ পেলে
প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কাছে
দ্রুত পৌঁছে দেয়া সম্ভব হবে এবং ইন্টারনেট ব্যবহারকারীরা সহজে অবহিত হতে পারবেন।
কালিয়াকৈর কলেজ ওয়েবসাইট খুলে সরকারের ডিজিটালাইজেশন কার্যক্রমে অন্তর্ভুক্ত
হয়েছে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অংশীদার হয়েছে। এটা নিশ্চিত যে, আমাদেরকে
ইনফরমেশন হাইওয়েতে উঠতে গেলে, চলতে গেলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করণের মাধ্যমে বিভিন্ন সরকারী দপ্তর, পরিদপ্তর ও অধিদপ্তরের
কার্যক্রমে স্বচ্ছতা, গতিশীলতা, জবাবদিহিতা নিশ্চিত হবে ও সেবার মান উন্নত হবে এবং দুর্ণীতি সহনীয়
পর্যায়ে নেমে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আশা করছি ভবিষ্যতে শিক্ষার্থী ও শিক্ষকদের ডাটাবেজ
তৈরি করে সকল তথ্য সংরক্ষণ করার ব্যবস্থা করা সম্ভব হবে। এছাড়াও এর মধ্যদিয়ে আমাদের
শিক্ষার্থীরাই শুধু নয় সমগ্র দেশের শিক্ষা ব্যবস্থার একটি সামাজিকীকরণ সম্ভব হবে। আমি
সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক, সুধিমহল সকলকে ওয়েবসাইট থেকে সেবা গ্রহণে আমন্ত্রণ
জানাই। যাদের নির্দেশনা ও ব্যবস্থাপনায় এ ওয়েব সাইটটি বাস্তবায়ন হলো, তাদের সকলকে
আন্তরিক অভিনন্দন জানাই। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠায় যাঁদের অবদান রয়েছে তাঁদের প্রতি
কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই স্কুলের যে সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারি মহান মুক্তিযুদ্ধে
অংশগ্রহণ করেছেন সে সকল বীর সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। এই প্রতিষ্ঠানটির
উত্তরোত্তর সাফল্য কামনা করছি। কর্মরত সকল শিক্ষক,কর্মচারি ও হিতৈষী ব্যক্তিবর্গকে
অভিনন্দন জানাচ্ছি। একই সাথে আমাদের প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করছি।
মো: লুৎফর রহমান
অধ্যক্ষ
কালিয়াকৈর কলেজ
Our Campus Our Culture
