ABOUT OUR INSTITUTION
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা কাল: | ০০-০০-০০০০ খ্রি. |
পাঠদানের অনুমতি কাল: | ০০-০০-০০০০ খ্রি. |
পাঠদানের স্বীকৃতি: | ০০.০০.০০০০ খ্রি. |
প্রথমএমপিও ভূক্তি: | ০০-০০-০০০০ খ্রি. |
ইআইআইএন নং: | ১০১৪৭৭ |
আওতাধীন বা.উ.বি (এইচ.এস.সি ও ডিগ্রি) কোর্স চালু করা হয়েছে। আমাদের মুখ্য উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের যোগ্য নাগরিক ও আলোকিত মানুষ করে গড়ে তোলা এবং চলমান পরিস্থিতিতে মাথা উঁচু করে টিকে থাকা। এ জন্য সকলের সহযোগিতা আমাদের কাম্য। কালিয়াকৈর উপজেলা সদর থেকে মাত্র ০২ ( দুই ) কিলোমিটার দক্ষিণে এক নিভৃত প্রাকৃতিক সৌন্দর্য্যে সু- শোভিত ছায়া ঢাকা , কোকিল ডাকা পল্লীর কোলাহল মুক্ত মনোরম পরিবেশে কলেজটি অবস্থিত । কালিয়াকৈর বাস স্ট্যান্ড থেকে কলেজ রোড নামে খ্যাত রাস্তাটি বর্তমানে ধামরাই উপজেলা পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। গ্রাম বাংলার নটরডেম নামে খ্যাত কলেজের বর্তমান ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৪,০০০ জন , অধ্যাপক / অধ্যাপিকা মন্ডলীর সংখ্যা ৬০ জন অফিস কর্মচারী ০৩ জন এবং ৪র্থ শ্রেণীর কর্মচারী ১৩ জন । শিক্ষার্থীদের খেলাধুলার জন্য একটি বিরাট মাঠ আছে। লাখো শহীদের স্মৃতি ধারণ করে মাঠের এক কোণে দাড়িয়ে আছে একটি শহীদ মিনার । বিভিন্ন জাতীয় অনুষ্ঠানগুলোর ছাত্র-ছাত্রী ও অধ্যাপক গণের উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হয়। শহীদ মিনারের সামনে অবস্থিত বিশাল পুকুরটি কলেজের প্রাকৃতিক পরিবেশ আরও বেশী আকর্ষনীয় করেছে। পুকুরের চার পাশে বিচিত্র বৃক্ষের বিপুল সমারোহ । কলেজ প্রাঙ্গনের দক্ষিণ পাশের পুকুর সংলগ্ন মসজিদটিতে কলেজের ধর্মপ্রান ব্যক্তিবর্গ এবং পার্শ্ববর্তী গ্রামের মছল্লিগন নিয়মিত ০৫ ওয়াক্ত নামাজ আদায় করেন। কলেজে দু’টি সম্মৃদ্ধ পাঠাগার আছে, সেখানে ছাত্র-ছাত্রী ও অধ্যাপকগণ নিয়মিত অধ্যয়ন করেন। প্রতিষ্ঠিত হবার পর থেকে এ ঐতিহ্যবাহী ডিগ্রি কলেজটি কালিয়াকৈর উপজেলা সহ পার্শ্ববর্তী এলাকার জনসাধারণের মাঝে শিক্ষার আলো বিতরণের মহান দায়িত্ব পালন করে চলছে। এ কলেজ থেকে পাশ করে যাওয়া অসংখ্য প্রাক্তন ছাত্র-ছাত্রী বর্তমানে প্রতিষ্ঠিত চিকিৎসক , প্রকৌশলী , সরকারী কর্মকর্তা, শিক্ষক- শিক্ষিকা , আইনজীবী, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি এবং উচ্চ পর্যায়ে ব্যবসায়ী হিসেবে দেশের আর্থ - সামাজিক উন্নয়নে উল্লেখ যোগ্য অবদান রেখে আসছে। দেশের বাইরেও রয়েছে অনেকের দীপ্ত পদচারনা। শুরু থেকে এখানে সহ শিক্ষার মাধ্যমে পাঠ দান করা হয়। কলেজের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সন্তোষ জনক ছাত্র-ছাত্রীরা নির্দিষ্ট ইউনিফরম পরে কলেজে উপস্থিত হয়। বহিরাগতদের অহেতুক প্রবেশ সর্ম্পূন রূপে অবৈধ ও নিষিদ্ধ করা হয়েছে। এ কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড , ঢাকা এর অধীনে মানবিক শাখা , ব্যবসায় শিক্ষা শাখা ও বিজ্ঞান শাখায় ছাত্র-ছাত্রীদের পাঠ দান করা হয়। জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধীনে অত্র কলেজের ডিগ্রি পর্যায়ে বি এ , বি .এস. এস এবং বি.বি.এস ও সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স কোর্স চালু আছে। কালিয়াকৈর উপজেলার বিভিন্ন শ্রেনীর জনসাধারণের গভীর আগ্রহ ও সক্রিয় সহযোগিতায় কলেজ প্রতিষ্ঠা ত্বরান্বিত হয়েছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যোৎসাহী সদস্য ও অগণিত শিক্ষানুরাগী জনতার অবদান আমরা বিনম্রচিত্তে স্মরণ করি। সকলের সমন্বিত কর্মপ্রচেষ্টায় ১৯৬৮ খ্রিঃ ১ লা জুলাই থেকে কলেজটির পাঠদান কার্যক্রম শুরু হয়। নানাবিধ সমস্যা সংকুল পরিবেশ অতিক্রম করে কলেজটি বর্তমানে একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে পরিচিতি লাভ করেছে।
GRADUATION PROGRAM
Al contrario del pensamiento popular, el texto de Lorem Ipsum no es simplemente texto aleatorio. Tiene sus raices en una pieza cl´sica de la literatura del Latin, que data del año 45 antes de Cristo, haciendo que este adquiera mas de 2000 años de antiguedad.
Why Students Choose Us
Digital Attendance
‘আগামীর স্মার্ট বাংলাদেশ’ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে কালিয়াকৈর কলেজে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দৈনন্দিন উপস্থিতির তথ্য সংগ্রহে অত্যাধুনিক স্মার্ট বায়োমেট্রিক এটেনডেন্স সিস্টেম চালু করেছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের দায়িত্বরত সকলের মাঝে সচেতনতা বৃদ্ধি পেয়েছে যা প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম আরো গতিশীল করবে। একই সাথে শিক্ষার্থীদের জন্যও ডিজিটাল হাজিরা চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে শিক্ষকবৃন্দ শ্রেণিকক্ষে কিছু বাড়তি সময় শিক্ষার্থীদের উন্নয়নে ব্যায় করতে পারবেন। অন্যদিকে শিক্ষার্থীরাও আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিজেদের প্রস্তুত করার সুযোগ পাচ্ছে।
CCTV Monitoring
কালিয়াকৈর কলেজে অবস্থানরত শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে ও বহিরাগতদের অনুপ্রবেশ রোধে রয়েছে সিসিটিভি মনিটরিং ব্যবস্থা। প্রতিদিন এ্যাসেম্বেলী থেকে শুরু করে শ্রেণি কক্ষের সকল শ্রেণি কার্যক্রম সিসিটিভি দ্বারা নিয়মিত মনিটরিং করা হয়। ফলে শিক্ষার্থীদের মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলে তৎপর থাকেন। দূর্বল শিক্ষার্থীদের প্রতি শিক্ষকবৃন্দের বিশেষ দৃষ্টি থাকে। শিক্ষার্থীরা অহেতুক এদিক সেদিক ঘোরাঘুরি থেকে বিরত থেকে পাঠ্যক্রমে মনোযোগী হয়। শ্রেণি কর্যক্রমের বাহিরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে খেলাধুলা এবং বিজ্ঞানাগারে নিত্য নতুন আবিস্কারের প্রতিযোগিতায় অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সর্বদাই নিজেদের নিয়োজিত রাখে।
EMS Software
স্মার্ট বাংলাদেশ বিনির্মানের সহযোগী হিসাবে কালিয়াকৈর কলেজ প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য অত্যাধুনিক এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়ার ব্যবহার করছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি, বেতনাদি ও যাবতীয় ফি, পরীক্ষার রুটিন, এ্যাডমিট কার্ড, সিটপ্ল্যান, ফলাফল, দৈনন্দিন হাজিরার তথ্য প্রভৃতি ওয়েবসাইটের মাধ্যমে অভিভাবকগন জানতে পারছেন। ফলে শিক্ষার্থী-অভিভাবক-শিক্ষক সকলের মাঝে একটি অদৃশ্য বন্ধন দৃঢ় হচ্ছে। বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ তথ্য বা নোটিশ সমূহ sms এর মাধ্যমে শিক্ষার্থী/অভিভাবকগণ/শিক্ষকবৃন্দ সকলের নিকট পৌঁছে যাচ্ছে অতিদ্রুত-প্রশাসনিক কাজ হয়েছে গতিশীল।
SMS Communications
অত্যাধুনিক এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়ার ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটি পুরোপুরি অনলাইনের যুগে প্রবেশ করেছে। এর ফলে এখন থেকে অভিভাবকবৃন্দ যে কোন স্মার্ট ফোন থেকেই শিক্ষার্থীদের ভর্তি, শ্রেণিকক্ষে দৈনন্দিন উপস্থিতি, পরীক্ষার ফলাফল, বেতনাদি পরিশোধ প্রভৃতি তথ্য ঘরে বসেই মনিটিরিং করার সুযোগ পাচ্ছেন। sms এর মাধ্যমে জানতে পারছেন প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সমূহ। যেমন যে কোন পরীক্ষার ফলাফল অথবা বেতনাদি পরিশোধের সাথে সাথে অভিভাবকের নিকট sms এর মাধ্যমে পৌঁছে যাচ্ছে তথ্য। অভিভাবক সমাবেশ অথবা বিশেষ কোন কার্যক্রমের তথ্যও জেনে যাচ্ছেন sms এর মাধ্যমে –যা আধুনিকতার বহিঃপ্রকাশ মাত্র।
Our Photo Gallery
Some of our Happy Memories
Find us in Google
Thankyou for visit our website